বড় জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ইংল্যান্ড। ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে স্বাগতিকরা। অপর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। কেনিংটন ওভালে ইংলিশদের বোলিং তোপে আগে ব্যাট করা আফগানরা ৩৮ ওভার ৪ বলে মাত্র ১৬০ রানে অলআউট হয়।
দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪৪ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ নাবী। ১৬১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার জেসন রয়ের অপরাজিত ৮৯ রানের ভর করে ১৭ ওভার ৩ বলেই ১ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।