শেষ হলো মাসাধিককাল ধরে চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসর। মেলার সমাপণী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ক্রেতা সাধারণের সুবিধার্থে ২০২০ সালের মধ্যেই মেলাকে স্থানান্তর করে রাজধানীর পূর্বাচলে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা করা হবে বলে জানান।
অন্যান্য বছরের তুলনায় এবারের মেলার অর্থনৈতিক সাফল্য অনেক বেশি বলেও জানান তিনি। পূর্বাচলে মেলার আয়োজন করলে মানুষ ভালোভাবে কেনাকাটা করতে পারবে।
মেলার আয়োজকরা বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান সফলভাবে মেলা সম্পন্ন হওয়ার জন্য। অন্যান্য বছরের তুলনায় এই বছর ব্যবসা ভালো হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।