রুপালি পর্দায় আর অভিনয় করতে দেখা যাবে না তাঁকে। শনিবার রাতে দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীদেবী। তাঁর মৃত্যুতে বলিউড সহ বিভিন্ন মহলে উঠেছে শোকের ছায়া।
ব্যতিক্রম নয় ক্রীড়ামহলও। শচীন পেন্ডুলকার বলেছেন, ‘মুখের ভাষা হারিয়ে গেছে। ওঁনার অভিনয় দেখেই বড় হয়ে উঠেছি। উনি আমাদের মধ্যে নেই। এটা মানতে কষ্ট হচ্ছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।’
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে শ্রীদেবী আর নেই। ওঁনার আত্মীয়–পরিজনরা শক্ত হোন।’ মুহাম্মদ কাইফ ট্যুইট করেছেন, ‘ওঁনার মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। পরিবারের প্রতি রইল সমবেদনা।’
ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপাল্লি কাশ্যপ শোকবার্তায় বলেছেন, ‘হায় ভগবান। আমার প্রিয় শ্রীদেবী আর নেই। ওঁনার পরিবার ও ভক্তদের জন্য রইল সমবেদনা।’
পিভি সিন্ধু বলেছেন, ‘খুবই দুঃখের খবর। ওঁনার পরিবারের জন্য রইল সমবেদনা।’ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ বলেছেন, ‘ওঁনার মৃত্যুতে আমি স্মম্ভিত। পরিবারের জন্য রইল সমবেদনা।’