ভারতের পুণের খান্ডোয়াতে প্রবল বৃষ্টিতে একটি আবাসনের পার্কিং লটের দেওয়াল ধ্বসে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
এর মধ্যে চার শিশু এবং এক মহিলা রয়েছে। গত রাত জুড়ে পুণেতে ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে মাধ্যরাতে খান্ডোয়ার ঐ আবাসনের পার্কিং লটের দেওয়াল ভেঙে পড়ে।
পার্কিং লটের ঠিক পাশেই ছিল বস্তি , দেওয়াল বস্তির একাধিক ঘরের উপরেই ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে, দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিলেন।
এই কারণেই এত প্রানহানি ঘটেছে। ধসে পড়া দেওয়ালের নীচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কায় তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল ।