ভারতে আর্থিক নয়ছয়ের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে তথা কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান থেকে সকালে চেন্নাই বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় কার্তিকে।
তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশ থেকে বিনিয়োগ আনার বিষয়ে বেআইনি সুবিধা পাইয়ে দিতে একটি বেসরকারি মিডিয়া সংস্থার কাছ থেকে সাড়ে ৩ কোটি রূপি ঘুষ নিয়েছিলেন তিনি। সেই সময়ে তার বাবা পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন।
কার্তির গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছে কংগ্রেস।