ভুয়া চেকপোস্ট বসিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেশে এবং প্রাইভেট কারে যাত্রীর বেশে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করেছে র্যাব।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ জানিয়েছেন, রূপগঞ্জ থেকে এই চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময় এয়ারপোর্ট এলাকাসহ অন্যান্য স্থানে যাত্রীদের সর্বস্ব হাতিয়ে নিতো।