ভেনেজুয়েলার একটি সংশোধানাগার পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৯ জন কারাবন্দী নিহত হয়েছেন। এসময় ১৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার অ্যাকারিগুয়ার একটি সংশোধনাগারে এই ঘটনার সূত্রপাত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আসামিদের কাছে আগে থেকে মজুত অস্ত্র ছিল।
তাদের কাছে গ্রেনেডও ছিল। সেই সব অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ করে তারা। এসময় দুটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়।
বাধ্য হয়ে পুলিশও তখন কড়া ব্যবস্থা নেয়। এই ধরনের সংশোধানাগারে সংঘর্ষ নতুন কিছু নয়। এর আগে ২০১৮ সালে আগুন লেগে ৬৮ জন বন্দির মৃত্যু হয়।