ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনী বিনাবিচারে অনেক হত্যাকান্ড চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।জাতিসংঘের নতুন এক রিপোর্টে এই তথ্য দিয়ে বলা হয়েছে, ভেনেজুয়েলার কর্মকর্তারা অনেক হত্যাকান্ড চালিয়েছে যা প্রশ্নবিদ্ধ।
রিপোর্টে ভেনেজুয়েলাকে বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। গত ফেব্রুয়ারীতে তদন্ত শেষে এই রিপোর্টটি তৈরি করা হয় এবং রিপোর্টটি আন্তর্জাতিক ফৌজদারি আদালতে পাঠানো হবে।