মস্কোয় বাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। মস্কো ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ৩০মিনিটে রাশিয়ার স্লেভিনস্কি বালভার মেট্রো স্টেশনের কুতুজোভস্কি এভিনিউতে এ র্দুঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় বাস ড্রাইভারকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটা কোনো সন্ত্রাসী কর্মকান্ড নয়। এটা বাসের টেকনিক্যাল সমস্যা অথবা চালকের মানসিক সমস্যার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটা বার্তায় জানিয়েছেন, নিহত ও আহতদে জরুরি সেবা দেয়া হয়েছে।