প্যাট্রিক ডি’কস্তা:
দশ বছরের পথ পরিক্রমায় পা রেখেছে জনপ্রিয় টেলিভিশন মাই টিভি। এই পথ পরিক্রমায় মাই টিভিকে সাহস জুগিয়েছে অতি সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা। তারা বলছেন, বাংলা সংস্কৃতিকে লালন করে সত্য প্রকাশের অকুতভয় ইচ্ছা মাই টিভিকে আরো সামনে এগিয়ে নিবে।