মাই টিভি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক মটিভেশনাল স্পীকার বি কে শিবানী। বিকেলে হাতিরঝিলের মাই টিভি ভবনে আসেন তিনি।
বি কে শিবানীকে ফুলেল অভ্যর্থনা জানান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী।
এসময় উপস্থিত ছিলেন মাই টিভির পরিচালকবৃন্দ ও অন্যান্য সদস্যরা। পরে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বি কে শিবানী।