এক সপ্তাহের মধ্যে ভারতের ঝাড়খন্ডে দ্বিতীয়বারের মতো মাওবাদী হামলার কবলে পড়েছে সে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানকার সরাইকেলা খরসওয়া জেলায় সংঘটিত হামলার পাঁচ দিনের মাথায় ২ জুন দুমকায় আবারো হামলা চালিয়েছে মাওবাদীরা। হামলায় এক জওয়ান নিহত হয়েছেন।
আহত হয়েছে আরো ৪ জন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লোকসভা নির্বাচন শুরুর কিছু দিন আগে পলামুতে বিজেপির একটি কার্যালয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। ভোট চলাকালীন হামলা না হলেও ভোটের পরে তাদের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো।