এদিকে, বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণের বিরোধিতা করে কাকরাইল মসজিদ ঘেরাও ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে তাবলিগ জামাতের একাংশ।
এবারের ইজতেমায় মাওলানা সাদ যেন অংশ নিতে না পারে, সে জন্য আগে থেকেই বিরোধিতা করে আসছিল তাবলিগ জামাতের একাংশ। বু
ধবার সাদের আগমনের খবর পেয়ে সকাল থেকে বিমানবন্দর চত্বরে বিক্ষোভ করেন তাবলিগের একাংশের মুসল্লিরা। পরে তাকে পুলিশ পাহারায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নেয়া হয়।