মাঠে গড়িয়েছে ঢাকা টেস্ট। মুখেমামুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ৯৭ রান।
বাংলাদেশের হয়ে চট্টগ্রাম টেস্টে খেলা মোসাদ্দেক হোসেন আর সানজামুল হক বাদ পরেছেন ঢাকা টেস্টে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন সাব্বির রহমান ও আব্দুর রাজ্জাক।
দীর্ঘ চার বছর পর টাইগারদের হয়ে টেস্ট খেলছেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক দুইটি উইকেটের পতন ঘটিয়েছেন। তার একই ওভারে দুইজন আউট হয়।
এদিকে শ্রীলঙ্কা দলেও আনা হয়েছে দুটি পরিবর্তন। স্পিনার লাকশান সান্দাকানের জায়গায় এসেছেন আকেলা ধানাঞ্জয়া।
এছাড়া দলে নেয়া হয়েছে ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। একাদশের বাইরে রয়েছেন পেসার লাহিরু কুমারা।