মুবাল্লিগ করিম : প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ন অংশ হয়ে উঠছে ভার্চুয়াল জগত। ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু এই জগতের আসক্তি নিয়ে নিচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সময়। সস্তা জনপ্রিয়তা ও খ্যাতি এবং সহজে আয়ের আশায় অনেকেই মানহীন ভিডিও বানাচ্ছেন, যা সমাজের পাশাপাশি নষ্ট করছে দেশীয় সাংস্কৃতির মান।
তথ্য প্রযুক্তির সহজায়নের ফলে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ইউটিউব ফেসবুকে নানান ধরনের কটেন্টের ছড়াছড়ি। এর মধ্যে বেশকিছু খুবই সময় উপযোগী আর বেশকিছু অত্যন্ত মানহীন।
মূলত ফেসবুক ইউটিউবের মাধ্যমে সহজে অর্থ উপার্জন ও খ্যাতি পাওয়ার জন্য এই দিকে একটু বেশি মাত্রায় আগ্রহী তরুণ সমাজ। তার জন্য কন্টেন্ট টপিক নিয়ে ভাবছেনা তারা।
সাংস্কৃতির অঙ্গনের অভিজ্ঞরা মনে করছেন এধরনের মানহীন অনুষ্ঠান দেশিয় সাংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলছে।
এদিকে, ফেসবুক বা ইউটিউবের প্রচার নীতিমালা বাংলাদেশের সাংস্কৃতির জন্য অনেকটায় বেমানান হওয়ার এরই মধ্যে প্রভাব ফেলা শুরু করেছে সমাজের সবধরনের মানুষের মধ্যে। বিশেষ করে সবার হাতে হাতে মোবাইল ফোনের সহজলোভ্যতা হওয়ায় প্রভাব ফেলা শুরু করেছে ব্যক্তিজীবন থেকে সমাজ জীবনেও।