২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই টুইট বার্তায় এই তদন্তকে অন্যায্য দাবি করে নিজের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোনও আঁতাত না থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন, এই তদন্ত কট্টর ডেমোক্র্যাটদের দ্বারা প্রভাবিত ও পরাজিত প্রতিদ্বন্দী হিলারি ক্লিনটনের সমর্থক।
তবে ট্রাম্প এমন অভিযোগ করলেও এফবিআই’র সাবেক প্রধান রবার্ট মুলার একজন রিপাবলিকান। একদিন আগে ট্রাম্পের আইনজীবী জন ডুড বলেন, বিশেষ কৌঁসুলির তদন্ত এখনই শেষ করা উচিত।
প্রথমে এটিকে প্রেসিডেন্টের বক্তব্য হিসেবে বললেও পরে দাবি করেন তিনি নিজেই তা মনে করেন।