মালিতে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১০ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। তারা সবাই মধ্য আফ্রিকান দেশ চাদের সেনা সদস্য।
রোববার স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আগুইলহোকের ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ। ওই জাতিসংঘ ক্যাম্পে বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই ১০ চাদিয়ান সৈন্য নিহত হন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর-আফ্রিকান শাখা এ ঘটনার দায় নিয়েছে। সংগঠনটি বলছে, একটি লেটেস্ট হামলা চালানো হয়েছে।