রাজধানীর মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় ছেলে ও মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন বাবা মানিক মিয়া মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
গত মঙ্গলবার মিরপুরের একটি বাড়ির নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এর মধ্যে শিশু তামিমকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান।