রাজধানীর মিরপুরের এক ভবনে ‘গ্যাস লাইনের ত্রুটি থেকে’ অগ্নিকান্ডে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন শিশুটির বাবা-মা।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের চার নম্বর রোডের পাঁচতলা ওই বাড়ির নিচতলার একটি ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।
মৃত তামিমের বাবা ও মাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।