মিয়ানমারে খনিতে ভূমিধসে অন্তত ৫৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে জেড খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটে।
এ সময় খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারায়। দুটি ব্যাক্তিগত প্রতিষ্টানের অধিনে কর্মরত এসব কর্মচারীর বসবাসের কোয়ার্টার খনির বর্জ্যের নিচে চাপা ।
এতে অন্তত ৪০টি মেশিন ও অন্য যানবাহনও চাপা পড়েছে। পুরনো খনিটিতে একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।
খনি ধসের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত মাত্র তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।