মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ন্যূনতম ১৩ বছর হতে হবে মর্মে রুল জারি করেছেন হাইকোট। সরকারের জারি করা গেজেট কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
একই সঙ্গে রিট আবেদনকারী খন্দকার শহিদুল ইসলামের ক্ষেত্রে গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। এছাড়া তাকে দেয়া পৃথক একটি চিঠির কার্যকারিতা আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও কম্পট্রোলার ও অডিটর জেনারেল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ আট জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।