প্রতীক্ষার প্রহর গোনা শুরু সালমান ভক্তদের। আগেই জানা গিয়েছিল ১৫ জুন মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন ছবি রেস থ্রি। মঙ্গলবার মুক্তি পেল ছবির ট্রেলার। মঙ্গলবার বিকেলের মধ্যেই এই ট্রেলার দেখে ফেলেছেন আড়াইলক্ষেরও বেশি দর্শক।
এই ট্রেলার শেয়ার করে ছবির সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশিসহ বেশ কিছু বলিউড তারকা। শুভেচ্ছা জানান বরুণ ধাওয়ানও। ‘কিক’ এর পরে এই ছবিতেও সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে।
এই ট্রেলার টুইট করে জ্যাকলিন লিখেছেন, ‘সালমানের কাছে আমি কৃতজ্ঞ’। আর সালমান? তিনি নিজে কী বলছেন?
সালমানের জবাব, ‘তিন বছর আগে আমাকে রেস থ্রি–র প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন আমার নিজেরই মনে হয়নি যে রেস সিরিজের ছবিতে আমি খাপ খাওয়াতে পারব বলে। তখন চিত্রনাট্যে কিছু পরিবর্তন করতে বলি। শ্যুটিংয়ে যেমন খুব পরিশ্রম হয়েছে, তেমনই খুব মজা করেছি।’