FILE - In this Saturday, Feb, 27, 2016, file photo, Zimbabwean President Robert Mugabe gestures as he delivers his speech during celebrations to mark his 92nd birthday celebrations in Masvingo about 300 kilometres south of Harare. "Do you want me to punch you to the floor to realize I am still there?" The speaker was not a boxer trash-talking before a fight. It was Zimbabwean President Robert Mugabe, who is 92 and known for pugnacious comments. This one, to an interviewer from state TV, was in response to a question about retirement plans and who would succeed him. "Why 'successor' when I am still there?" Mugabe said in the interview aired Thursday night. "Why do you want a successor?" (AP Photo/Tsvangirayi Mukwazhi, File)
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে আজই অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি।
মুগাবের বিরুদ্ধে স্ত্রী গ্রেস মুগাবেকে অন্যায়ভাবে জিম্বাবুয়ের সাংবিধানিক ক্ষমতায় যাবার প্রচেষ্টার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে আজ সংসদে অভিশংসন আনা হবে বলে ক্ষমতাসীন দলের নেতা এমআংগওয়ানা, জানিয়েছেন।
অভিসংশনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মত লাগতে পারে বলেও জানান তিনি। পদত্যাগের জন্য মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি চব্বিশ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল তারও সময় অতিক্রান্ত হয়েছে সোমবার।