একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোঃ কায়সারের আপিল শুনানি হবে ১৮ জুন।
সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ২৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া মুত্যুদন্ডের সাজা থেকে খালাস চেয়ে ১১৩ টি যুক্ত দেখিয়ে এটিএম আজহার আপিল আবেদন করেন। আবেদনের সঙ্গে সাতটি খন্ডে ২৩৪০ পৃষ্ঠার দলিল দস্তাবেজ জমা দেয়া হয়।