মেসি জাদুতে চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে পৌছে গেলো বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যানচেষ্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা।
ম্যাচের ১৬ আর ২০তম মিনিটে গোল করে একাই ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছেন বার্সা অধিনায়ক। ম্যাচের তৃতীয় গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ্পে কৌতিনহোর পা থেকে।
৩-০ গোলের এই জয়ের পর দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধান নিয়ে সেমিফাইনালে পা রাখে কাতালানরা।
চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে এই নিয়ে ১০ গোল হলো মেসির। ফলে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।