ময়মনসিংহের ভালুকায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুল ডাকাত পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
এক পর্যায়ে দুস্কৃতিকারীরা পালিয়ে গেলে, পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুলকে আহত অবস্থায় উদ্ধার করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।