যশোরের শার্শায় পরিবহন-ভটভটি মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ৭ জন। আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার সময় যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারন ত্রিমোহিনী মোড় নামক স্থানে এই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।
বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহন বাস বিপরীতমুখী ভটভটি’র সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।