যশোর শহরতলীর বাহাদুরপুরে এক গ্যারেজে অগ্নিকান্ডে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। আগুনে গ্যারেজে থাকা কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানসহ পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-ঢাকা মহাসড়কের বাহাদুরপুরে ঐ গ্যারেজে রাতে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে কেবলে আগুন ধরে যায়।
এসময় গ্যারেজে পার্ক করে রাখা একটি কাভার্ড ভ্যান এবং কয়েকটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। পরে সেখান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।