যশোর শহরের নোঙ্গরপুরে দুইদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিনটি গুলি ও ৪টি গাছি দা উদ্ধার করে। এদিকে কক্সবাজারে পুলিশের সাথে আলাদা দুই বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী ও দুই জন মানব পাচারকারী বলে জানিয়েছে পুলিশ।