যশোরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের একব্যক্তি নিহত হয়েছে। ভোরে সদর উপজেলার রহমতপুর-কানাগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রহমতপুর-কানাগেট বন্দুকযুদ্ধের সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে ।