যশোর চৌগাছার ফুলসারা ইউনিয়নের আতরা এলাকায় দু’দল সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে। সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
গভীর রাতে যশোরের চৌগাছা ফুলসারা ইউনিয়ানে চান্দা আফরা এলাকায় রোডের পাশে দু’দল সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে।