শরিফুল ইসলাম:
যশোরে ধানের ফলন ভাল হলেও কৃষকরা ধানচাষ করে ভালো নেই। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ধানের ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা হতাশ।
সরকারিভাবে ধান ক্রয় ও মূল্য নির্ধারণ না করায়, দেশের বড় পাইকার ব্যবসায়ীদের কারসাজির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা।
১ লাখ ৬৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয় এবছর। যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে তা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।
যশোরে এ বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন। তবে প্রচুর পরিমাণ উৎপাদন হলেও চাষীরা হতাশ।