হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেল ট্যাংকার আটকের দাবি করেছে ইরান। শুক্রবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ট্যাংকারটি আটক করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মান না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটিকে আটকের অনুরোধ জানায়।
ট্যাংকারটি উপকূলে এনে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ধ্বংসের মার্কিন দাবি প্রত্যাখ্যানের কিছু সময় পরই ব্রিটিশ তেল ট্যাংকার আটকের খবর দেয় তেহরান।