যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের তৃতীয় দফার ভোটে জয়লাভ করে এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দ্বিতীয় দফায় বাদ যাওয়া ডমিনিক রাবও তাকে সমর্থন দিচ্ছেন। বুধবারের তৃতীয় দফার ভোটে ররি স্টুয়াটকে হারিয়ে আবারও সর্বোচ্চ ভোট পান বোরিস জনসন।
এদিন বোরিস জনজন পান ১৪৩ ভোট, দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ ভোট পান জেরিমি হান্ট, মাইকেল গভ পান ৫১ ভোট ও সাজিদ জাভেট পান ৩৮ ভোট। বৃহস্পতিবার চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হবে।