যুক্তরাজ্যের আকাশে একটি বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ০৬টা মিনিটে বাকিংহামশায়ারের এলসবুরির কাছে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, ছোট আকারের ওই বিমান ও হেলিকপ্টারে দুজন করে আরোহী ছিলেন।
কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা জায়নি। তবে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী সংকটের কারণে ওই এয়ারফিল্ডের এয়ার কন্ট্রোল সে সময় সাময়িকভাবে বন্ধ ছিল বলে ।
খবরে বলা হয়, স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পান এবং গাছের উপর ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান।
দুর্ঘটনার খবর শুনে এলসবুরি, হ্যাডেনহাম, অক্সফোর্ডশায়ার ও বার্কশায়ার থেকে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।