শিশুসহ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক করার প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছেন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে দেওয়া আদেশের পর মেক্সিকো দিয়ে প্রবেশ করা ওই অভিবাসীদের ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি করার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন ইউনিটের কমিশনার কেভিন ম্যাকআলেনান এই কথা জানান। ওই আদেশে ট্রাম্প কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেন।