রংপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন সিইসি। রোববার রাজধানীর আগাঁরগাওয়ে সিইসি নূরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।
মনোনয়নপত্র দাখিল ২২ নভেম্বর পর্যন্ত, যাচাই বাছাই ২৫ ও ২৬ শে নভেম্বর; প্রত্যাহার ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ৪ ডিসেম্বর।
এ সময় সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সর্বাতত্মক চেষ্টা করবে কমিশন। এবার নির্বাচনকে বিতর্কিত হতে হবে না বলেও জানান তিনি।
সিইসি আরো জানান, রংপুর সিটিতে ভোটগ্রহণে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে ঠিক কয়টি কেন্দ্র বা ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে তা জানাননি তিনি।