মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা পদকপ্রাপ্ত দানবীর রণদা প্রসাদসহ ৬০ জনকে হত্যা মামলায় টাঙ্গাইলের মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইক্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
অভিযুক্ত টাঙ্গাইলের মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়, যার সবগুলোই প্রমাণিত হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রণদা প্রসাদ সাহার স্বজনেরা।