সাইদুর রহমান আবির:
রমযান এলেই বিভিন্ন পণ্যের সাথে চাহিদা বাড়ে খেজুরের। আর মানুষের এই চাহিদার সুযোগ নিয়ে প্রতারণা করছে অসাধু ব্যবসায়ী চক্র।
মেয়াদোত্তীর্ন পচা খেজুর শুকিয়ে নতুন প্যাকেটে নতুন মেয়াদ লাগিয়ে বাজারে ছাড়ছে। নামিদামি দোকানে না দিতে পারলেও ফুটপাথের দোকানগুলোতে এসব খেজুর বেশি সরবরাহ করে অসাধু ব্যবসায়ীরা।
রমযান মাস সামনে রেখে খেজুর নিয়ে এমন প্রতারণার খবর নিয়ে এবারের মাই সার্চের আয়োজন।