মাইটিভি সংবাদ রাজধানীতে বেড়েছে সব ধরনের শাক-সবজি এবং মাছের দাম April 5, 2019 0 102 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber রাজিব রহমান : গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের শাক-সবজি এবং মাছের দাম। মাছের দাম কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত আছে খাসি, গরু এবং মুরগির দাম।