রাজধানীর উত্তরা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-১। বুধবার বেলা ১টার দিকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৭ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই এজেন্টকে গুলি করে ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।