রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভিতর থেকে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করেছে জঙ্গিরা। র্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। পরে বাড়ির ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে র্যাব।
গোলাগুলিতে র্যাবেরও দুই সদস্য আহত হন। র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বাড়িটিতে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে গ্রেনেড, সুইসাইডাল ভেস্ট ও পিস্তল উদ্ধার করেছে র্যাব। ঘটনায় বাড়ির মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব। বাড়িটি ঘিরে এখনো র্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছে।
সকালে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা গিয়ে বেশ কিছু বিষ্ফোরক সরঞ্জাম উদ্ধার করেন।