মাইটিভি সংবাদ রাজধানীর ফরাসগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ খেজুর জব্দ April 25, 2019 0 165 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber রাজধানীর ফরাসগঞ্জে র্যাবের অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ খেজুর। জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা। এ ঘটনায় ২ বছরের সাজা দেয়া হয়েছে এক ব্যবসায়িকে। আগামিতেও এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান র্যাব।