মাইটিভি সংবাদ রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছ-মাংস ও শাকসবজির দাম March 1, 2019 0 107 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber এস এম খোরশেদ আলম : রাজধানীর বাজারগুলোতে মাছ মাংস চালসহ বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারনে আমদানি না থাকায় বেড়েছে এসব পণ্যের দাম। তবে তেল চিনি গুড়োদুধের দাম রয়েছে আগের মতই।