আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে রাজধানীসহ সাত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর দক্ষিণখান এলাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সুমন ও খুকু সুমন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় একজন, ঠাকুরগাঁয়ে একজন, বরগুনায় একজন, কুমিল্লায় দুইজন, যশোরে দুই জন এবং কুষ্টিয়ায় দুই জন নিহত হয়।
পুলিশের দাবি এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পৃথকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করেছে।