রাজশাহীর পুঠিয়ায় পিস্তল, বোমা, গান পাউডার ও জিহাদি বইসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে উপজেলার জামিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব-৫ এর সদস্যরা।
আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫। তবে এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তারা।