মাইটিভি সংবাদ রাতভর ইবাদাতের মধ্য দিয়ে, পবিত্র শবে কদর পালন করলেন ধর্মপ্রাণ মুসলমানরা June 2, 2019 0 126 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber আরিফুল ইসলাম : রাতভর নফল ইবাদাত ও জিকির আজকরের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাতে মসজিদে মসজিদে তারাবির নামাযের পর শুরু হয় কোরআন তেলাওয়াতসহ লাইলাতুল কদরের আনুষ্ঠানিকতা। এসময় দেশ ও জাতির জন্য দোয়া চাওয়া হয়।