মাইটিভি সংবাদ রাত বাড়লেই রাজধানীতে ট্রাকগুলো যেন হয়ে ওঠে বেপরোয়া June 29, 2018 0 65 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber আমিনুল মজলিশ : রাত বাড়লেই রাজধানীতে ট্রাকগুলো যেন হয়ে ওঠে বেপরোয়া। নিয়ম নীতির তোয়াক্কা না করেই চালকরা মেতে ওঠে এক ভয়ঙ্কর প্রতিযোগিতায়। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাতের ঢাকার সেই সব অনিয়মের কথা তুলে ধরা হচ্ছে মাই টিভির ক্যামেরায়।