ফুটবল বিশ্বকাপে ‘এ’ গ্রুপে উরুগুয়ে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়াকে। ম্যাচের ১০ মিনিটেই লুইস সুয়ারেজের ফ্রী কিকের গোলে এগিয়ে যায় উরুগুইয়ানরা।
এরপর ২৩ মিনিটে রাশিয়ার আত্মঘাতী গোলে ২-০ তে পিছিয়ে থেকে প্রমার্ধ শেষ করে দুই দল। খেলার একেবারে শেষ মুহুর্তে এডিনসন কাভানির গোলে ৩-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুইয়ানরা।
অপর ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সৌদি আরব। খেলার ২২ মিনিটে অসাধারণ এক গোল করে মিশরকে এগিয়ে দেন মোহামেদ সালাহ।
এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে সালাম আল ফারাজের গোলে ১-১ গোলের সমতায় থেকে প্রমার্ধ শেষ করে দুই দল। খেলার ইনজুরি টাইমের একেবারে শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে জয় পায় সৌদি আরব।