প্রায় দুই মাস বিশ্রামে থেকে অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরছেন ওয়েলসম্যান গ্যারেথ বেল।
আজ কোপা ডেল’রেতে তৃতীয় সারির দল ফুয়েলেব্রাডার বিপক্ষে ম্যাচেই ফিরে আসছেন বেল। তবে বেলের ইনজুরি নিয়ে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেননা।
রিয়ালের বেলের চার বছরের ক্যারিয়ার প্রায় সময়ই ইনজুরির কারনে বাঁধাগ্রস্থ হয়েছে। গত বছর তিনি মাত্র চারটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।
এদিকে, গোঁড়ালির লিগামেন্ট ইনজুরির কারনে ছয় সপ্তাহের হন্য মাঠের বাইরে চলে গেছেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মারিও গোয়েতজে।